ইশতেহারে বক্তাদের ফটো ছাপানো

প্রশ্ন

   জনাব মুফতি সাহেবের নিকট আমার বিনীত প্রশ্ন যে, জলসার ইশতিহারে বক্তাদের ফটো ছাপানো জায়েজ আছে কি না? দয়া করে দলিল সহ জানালে উপকার হবে। 

প্রশ্নকারীর নাম: MD Khairul Alam

প্রশ্নকারীর ঠিকানা: LABPUR BIRBHUM,,

প্রকাশিত: 04-02-2024

উত্তর

ফতওয়া নং ২৬৩

   প্রাণীর ফটো বানানো ইসলামে কঠোর ভাবে নিষিদ্ধ। অতএব ইশতেহারে বক্তাদের ফটো ছাপানো জাইয নয়। (ইমদাদুল আহকাম ৪/৩৭২) 
    নবী সল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম  বলেনঃ  (কিয়ামাতের দিন) মানুষের মধ্যে সব থেকে কঠিন শাস্তি হবে তাদের, যারা ছবি তৈরি করে।(সহিহ বুখারী,হাদিস নং ৫৯৫০)

 

               স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১২ শা'বান,১৪৪৫ হিজরী (23/02/2024)


উত্তর দেখা হয়েছে : 144