প্রশ্ন
জনাবে আ’লা আপনার কাছে একটি প্রশ্ন যাকাতের পয়সা দিয়ে কবরস্থান ঘেরা হবে বা মসজিদে কোন কাজ করা যাবে?
প্রশ্নকারীর নাম: শেখ মনসুর
প্রশ্নকারীর ঠিকানা: বইঁচি গ্রাম
প্রকাশিত: 06-02-2024
উত্তর
ফতওয়া নং ২৬৬যাকাতের মাল সম্পূর্ণ গরীবের হক। অতএব যাকাতের পয়সা দিয়ে কবরস্তান ঘেরা বা মসজিদের কোনো কাজ করা যাবে না। গরীবদেরকে এর মালিক করে দিতে হবে। গরীবদেরকে মালিক করে দেওয়ার পর, তারা স্বেচ্ছায় উক্ত পয়সা এসব কাজে ব্যায় করতে চাইলে করতে পারে; সে ক্ষেত্রে কোন দোষ হবে না। ( ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ ৬/১৮৯)
স্বাক্ষর
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১২ শা'বান,১৪৪৫ হিজরী (23/02/2024)
উত্তর দেখা হয়েছে : 327