নাপাক অবস্থায় পশু জবাই করা

প্রশ্ন

বড় নাপাকি হালাতে কোন মুরগি হাঁস জবাহ করলে খাওয়া যাবে কি

প্রশ্নকারীর নাম: আব্দুল্লাহ

প্রশ্নকারীর ঠিকানা: সিতুড়ী

প্রকাশিত: 06-02-2024

উত্তর

ফতওয়া নং ২৬৭

 জবাই করার জন্য শরীর পাক থাকা যরূরী নয়। অতএব ছোটো-বড়ো যেকোনো নাপাকী অবস্থায় জবাই কৃত পশুও খাওয়া জাইয হবে। তবে সর্বাবস্থায় পাক-সাফ থাকা ভালো। (আহসানুল ফাতাওয়া ৭/৩৮৩)

 

             স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১২ শা'বান,১৪৪৫ হিজরী (23/02/2024)


উত্তর দেখা হয়েছে : 716