প্রশ্ন
মসজিদের মধ্যে মশা মারার ধূপ জালানো যাবে কি ?
প্রশ্নকারীর নাম: মোহাম্মদ কারিমুল্লা
প্রশ্নকারীর ঠিকানা: দারিয়াপুর আমডাঙ্গা উত্তর ২৪ পরগনা
প্রকাশিত: 06-02-2024
উত্তর
ফতওয়া নং ২৬৯মশা মারার ধূপ দূর্গন্ধ যদি না হয়, তাহলে তা মসজিদের মধ্যে জ্বালানো জাইয। দূর্গন্ধ হলে জাইয নয়। বর্তমান মশা মারার জন্য দূর্গন্ধ মুক্ত ধূপও বাজারে পাওয়া যায়। তা ব্যবহার্য। (ফাতাওয়া উসমানী ২/৫৩৭)
রসূলুল্লাহ সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ কেউ এসব দুর্গন্ধযুক্ত গাছ (উদ্ভিদ) খেলে সে যেন আমার মাসজিদের নিকটে না আসে। কেননা মানুষ যেসব জিনিসে কষ্ট পায় ফেরেশ্তামণ্ডলীও সেসব জিনিসে কষ্ট পায়।(সহিহ মুসলিম, হাদিস নং ১১৩৯)
স্বাক্ষর
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১২ শা'বান,১৪৪৫ হিজরী (23/02/2024)
উত্তর দেখা হয়েছে : 219