মুছাফির কখন হবে বা কতদিন মুছাফির থাকবে

প্রশ্ন

মুছাফির কখন হবে বা কতদিন মুছাফির থাকবে ? 

প্রশ্নকারীর নাম: Kawsar Ahmed laskar

প্রশ্নকারীর ঠিকানা: Assam silchar

প্রকাশিত: 06-02-2024

উত্তর

ফতওয়া নং ২৭০

    কোনো ব্যক্তি যদি ৪৮ মাইল (৮২ কি.মি. ২৯৬ মিটার) দূরত্ব পর্যন্ত সফরের উদ্দেশ্যে নিজ এলাকার লোকালয় থেকে বের হয়ে যায়, তাহলে শরীয়তের দৃষ্টিতে সে মুসাফির হয়ে যায়। যতক্ষণ সে  কোনো নির্দিষ্ট স্থানে ১৫ দিন বা এর চেয়েও বেশি দিন অবস্থানের নিয়্যাত না করে অথবা সফর শেষ করে  নিজ গ্রামের সীমানায় পা না রাখে অথবা ৪৮ মাইল অতিক্রম করার আগেই সফরের নিয়্যাত ভঙ্গ না করে ততক্ষণ সে   মুসাফির থাকবে। (ফাতাওয়া কাসিমিয়া ৮/৬০৭পৃষ্ঠা দ্রষ্টব্য)

 

              স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১২ শা'বান,১৪৪৫ হিজরী (23/02/2024)


উত্তর দেখা হয়েছে : 190