প্রশ্ন
জানাজার পরে মাইয়েত দাফনের আগে কি মোনাজাত হাত তুলে করা যাবে ?
প্রশ্নকারীর নাম: হাবিবুর রহমান
প্রশ্নকারীর ঠিকানা: বাসন্তী দক্ষিণ 24 পরগনা
প্রকাশিত: 07-02-2024
উত্তর
ফতওয়া নং ২৭১মৃত ব্যক্তির জন্য দু'আ ও ক্ষমাপ্রার্থনা করাই জানাযার মূল উদ্দেশ্য। তাই জানাযার নামাযই মূলত দু'আ, এরপর দাফনের পূর্বে সম্মিলিত দু'আ করা শরীয়তে প্রমাণিত নয়। আর যা কোরআন-সুন্নাহ তথা শরীয়তে প্রমাণিত নয় তা সাওয়াবের কাজ মনে করে করা বা তাকে সুন্নাত অথবা জরুরি মনে করা বিদ'আত, যা একান্ত বর্জনীয়।(আলমুহীতুল বুরহানী ২/২০৫ পৃঃ দ্রষ্টব্য)
নবী সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘কেউ আমাদের এ শরী‘আতে নাই এমন কিছুর অনুপ্রবেশ ঘটালে তা প্রত্যাখ্যাত। সহিহ বুখারী, হাদিস নং ২৬৯৭
স্বাক্ষর
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১২ শা'বান,১৪৪৫ হিজরী (23/02/2024)
উত্তর দেখা হয়েছে : 312