প্রশ্ন
প্রিয় শায়েখ, কোন কোন কারণে বাড়িতে কুকুর রাখা বৈধ এবং কোন কোন কারণে বৈধ নয় শরীয়তের দৃষ্টিতে দলিল সহকারে জানতে চাই।
প্রশ্নকারীর নাম: আবু ছইদ লস্কর
প্রশ্নকারীর ঠিকানা: গ্ৰাম: বাঁশডহর
প্রকাশিত: 07-02-2024
উত্তর
ফতওয়া নং ২৭২কুকুর পোষা নাজাইয। অবশ্য শীকার ও হেফাজতের প্রয়োজনে কুকুর পোষার অনুমতি আছে। তবে যে ঘরে কুকুর থাকে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। (কিফায়াতুল মুফতী ৯/২৬২, ফাতাওয়া কাসিমিয়া ২২/১০৫)
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘যে বাড়িতে কুকুর এবং প্রাণীর ছবি থাকে তাতে ফেরেশতামন্ডলী প্রবেশ করেন না।’(সহিহ বুখারী, হাদিস নং ৩৩২২)
স্বাক্ষর
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১২ শা'বান,১৪৪৫ হিজরী (23/02/2024)
উত্তর দেখা হয়েছে : 168