প্রশ্ন
ব্যাংকে চাকরি করা যাবে,এটা কি হারাম ?
প্রশ্নকারীর নাম: সেখ সাহাবুল হাসান
প্রশ্নকারীর ঠিকানা: বর্ধমান,, রায়না
প্রকাশিত: 08-02-2024
উত্তর
ফতওয়া নং ২৭৩হারাম কাজে সহযোগিতার দরুন সুদভিত্তিক ব্যাংকে চাকরি করা নাজায়েয ও হারাম।( জামিউল ফাতাওয়া ৬/২৫৩, ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ ১৪/৪৯১,ফাতাওয়া উসমানী ৩/৩৯৬ পৃষ্ঠা
)
আল্লাহ পাক ইরশাদ করেনঃ “তোমরা গুনাহ ও জুলুমের কাজে একে অন্যের সহযোগিতা করবে না।”(সুরা মায়িদা, আয়াত নং২)
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) লা’নত করেছেন সুদখোরের উপর, সুদদাতার উপর, এর লেখকের উপর ও তার সাক্ষী দু’জনের উপর এবং বলেছেন এরা সবাই সমান। ( সহিহ মুসলিম, হাদিস নং ৩৯৮৫)
স্বাক্ষর
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১২ শা'বান,১৪৪৫ হিজরী (23/02/2024)
উত্তর দেখা হয়েছে : 269