রমাযানে ই’তেকাফ কয়দিন করতে হয়

প্রশ্ন

 আমাদের মহল্লায় তিন দিন এতেকাফে বসেন তো কতদিন বসার নিয়ম মসজিদে এতেকাফ। মহল্লা বাসীর তরফ থেকে এতেকাফে বসানো হয় তিন দিন। সঠিক উত্তর দেবেন। কতদিন বসতে হবে।

প্রশ্নকারীর নাম: হাসান

প্রশ্নকারীর ঠিকানা: হুগলি

প্রকাশিত: 11-02-2024

উত্তর

ফতওয়া নং ২৮৫

  রমাযানের পুরো শেষ দশক অর্থাৎ  ২০শে রমাযান সূর্যাস্তের  পূর্ব হতে  ঈদের চাঁদ দেখা যাওয়া পর্যন্ত (৯/১০দিন)   এ’তেকাফ করা সুন্নতে মুয়াক্কাদাহ্ আ’লাল কিফায়াহ্। এর কম এ’তেকাফের দ্বারা সুন্নাতে মুয়াক্কাদাহ্ আদায় হবে না। 

 নবী সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম রমাযানের শেষ দশকে ই’তিকাফ করতেন। তাঁর ওফাত পর্যন্ত এই নিয়মই ছিল। এরপর তাঁর সহধর্মিণীগণও (সে দিনগুলোতে) ইতিকাফ করতেন। (সহিহ বুখারী, হাদিস নং 

  নবী সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম প্রতি রমাযানে দশ দিনের ই‘তিকাফ করতেন। যে বছর তিনি ইন্তিকাল করেন সে বছর তিনি বিশ দিনের ইতিকাফ করেছিলেন।(সহিহ বুখারী, হাদিস নং ২০৪৪)

 

 

 

              স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১৫ শা'বান,১৪৪৫ হিজরী (25/02/2024)


উত্তর দেখা হয়েছে : 169