জামাআতে দেরীতে শরীক ব্যক্তি তখনই সানা পড়বে কি

প্রশ্ন

   মুহতারাম হজরত আমার প্রশ্ন মাসজিদে ইশার নামাজ সবে মাত্র শুরু হয়েছে ইমাম সাহেব সুরা ফাতিহা শেষ করে অন্য সুরা শুরু করেছে আমি জামাতে শরিক হলাম তাকবির তাহরিমা বাঁধলাম তার পরে কি দোয়া সানা পরবো না ইমামের কেরাত মন দিয়ে সুনতে হবে কুরআন হাদীস থেকে জানালে খুশি হতাম। 

প্রশ্নকারীর নাম: Abdul Hamid molla

প্রশ্নকারীর ঠিকানা: Kolaghat medinipur

প্রকাশিত: 12-02-2024

উত্তর

ফতওয়া নং ২৮৯

 যদি ইমাম জাহরী কেরাআত করতে থাকে, তাহলে মুক্তাদির উচিত নিয়্যত বেঁধে সানা না পড়ে চুপচাপ দাড়িয়ে মনোযোগ সহকারে ইমামের কেরাআত শুনতে থাকা। আর যদি ইমাম সির্রী কেরাআত করতে থাকে বা এখনো কেরাআত আরম্ভ না করে থাকে, তাহলে নিয়্যত বাঁধার পরই সানা পড়ে নেওয়া উচিত। (শামী সহ দুর্রেমুখতার ২/১৮৯,১৯০)

 

 

               স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১৫ শা'বান,১৪৪৫ হিজরী (25/02/2024)


উত্তর দেখা হয়েছে : 263