দুআর শেষে মুখের উপর হাত বুলানো

প্রশ্ন

 মুফতি সাহেব হাত তুলে দোয়া করার শেষে হাত মুখের উপরে বুলিয়ে নেওয়া সুন্নত না বেদাত ?

প্রশ্নকারীর নাম: Abdur Rahman

প্রশ্নকারীর ঠিকানা: 34, Biren Roy Road Kol-700061

প্রকাশিত: 13-02-2024

উত্তর

ফতওয়া নং ২৯০

হাত তুলে দু’আ করার শেষে হাত মুখের উপরে বুলিয়ে নেওয়া সুন্নাত। 
   উমার (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, রসূলুল্লাহ্ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)  যখন দু'আ করার জন্য দু'হাত উঠাতেন তখন তাঁর মুখমণ্ডলে হাত ফেরানোর আগে তা নামাতেন না।” (তিরমিযী, হাদিস নং ১৫৫৩)

 

 

               স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১৫ শা'বান,১৪৪৫ হিজরী (25/02/2024)


উত্তর দেখা হয়েছে : 287