প্রশ্ন
ওযু করার পর অন্ডকোষের মাথায় এতটা যদি পরিমাণ প্রস্রাব আসে যেটা চোখে দেখা সম্ভব কিন্তু টোপে পড়া সম্ভব নয়। এমন অবস্থায় কি ওজু ভেঙ্গে যাবে
প্রশ্নকারীর নাম: অনিচ্ছুক
প্রশ্নকারীর ঠিকানা: অনিচ্ছুক
প্রকাশিত: 15-02-2024
উত্তর
ফতওয়া নং ২৯৩প্রস্রাব লিঙ্গের মাথায় দৃশ্যমান হলেই উযু ভেঙে যাবে; ফোটা না পড়লেও। (শামী:১/১২৪-১২৫)
স্বাক্ষর
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১৫ শা'বান,১৪৪৫ হিজরী (25/02/2024)
উত্তর দেখা হয়েছে : 309