প্রশ্ন
এক জন মহিলা মারা গেলে তার মুখ সবাই দেখতে পারবে কি ? এবং তার খাটিয়া কারা নিয়ে যেতে পারবে এবং কারা কবরে শয়াতে পারবে ?
প্রশ্নকারীর নাম: সালমান লস্কর
প্রশ্নকারীর ঠিকানা: দঃ 24পরগণা
প্রকাশিত: 17-02-2024
উত্তর
ফতওয়া নং ২৯৪বেঁচে থাকা কালীন যাদের দেখা জাইয ছিল মৃত্যুর পরও তাদের দেখা জাইয হবে।
খাটিয়া বহন মাহরাম নামাহরাম নির্বিশেষে সবাই করতে পারে। তবে কবরে নামানো কাজটি মাহরামদের করা উচিত। মাহরাম না থাকলে বা যথেষ্ট না হলে নেককার নামাহরাম ব্যক্তি করতে পারে। (ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ ৫/১৯৮, খয়রুল ফাতাওয়া ৩/২১২,ইরশাদুল মুফতিয়্যীন: ৫ )
স্বাক্ষর
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১৫ শা'বান,১৪৪৫ হিজরী (25/02/2024)
উত্তর দেখা হয়েছে : 290