নফল রোযার সঙ্গে কাযা রোযার নিয়্যত করা

প্রশ্ন

   হযরত আমি জানতে চাই আমার রমজান মাসের কিছু রোজা কাজ আছে, এই কাজা রোজাটা যদি আমি শবেবরাত কিংবা মহরমের আশুরার দিন কাঁজা রোজা টা আদায় করি তাহলে কি ফরজ রোজাটি আদায় করা যাবে? এবং সেই সাথে সাথে আশুরা রোজার যে শওয়াব সেই শওয়াব পাবো না শওয়াব থেকে বঞ্চিত থাকবো ?

প্রশ্নকারীর নাম: Ashik Ikbal Ahammed

প্রশ্নকারীর ঠিকানা: Vill-Dhaltikuri, Dist-Birbhum

প্রকাশিত: 19-02-2024

উত্তর

ফতওয়া নং ২৯৫

 

আপনি  আশুরা কিংবা শবে বরাতের দিনে কাযা রোযা রাখতে পারেন। এর দ্বারা কাযা রোযা নিশ্চিত আদায় হয়ে যাবে। এবং উক্ত দিনে রোযা রাখার ফযীলতও কিছু বিদ্বানের  মত অনুযায়ী পেয়ে যাবেন।  (শরহে আশবাহ্···১/৬৬)

 

 

               স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১৫ শা'বান,১৪৪৫ হিজরী (25/02/2024)


উত্তর দেখা হয়েছে : 214