প্রশ্ন
ফরজ নামাজে ভুলবশত একই সুরা দুইবার পরে ফেললে সাহ সেজদা দিতে হবে কি ?
প্রশ্নকারীর নাম: সেখ আতিউল ইসলাম
প্রশ্নকারীর ঠিকানা: বর্ধমান
প্রকাশিত: 19-02-2024
উত্তর
ফতওয়া নং ২৯৬না, প্রশ্নোক্ত কারণে সেজদায়ে সাহু করতে হবে না। একই সুরা দুই রাকআতে ভুলবশত পড়া হয়ে থাকলে ক্ষতি নেই। ইচ্ছাকৃত পড়া ফরয নামাযে মাকরূহ তানযীহী, নফল নামাযে মাকরূহ নয়। (ফাতাওয়া রহীমিয়া ৫/৮৩)
স্বাক্ষর
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১৫ শা'বান,১৪৪৫ হিজরী (25/02/2024)
উত্তর দেখা হয়েছে : 434