দাতাদের দান তাদের উদ্দেশ্য অনুযায়ী খরচ করা আবশ্যক

প্রশ্ন

  হুজুর একটা মসজিদের কমিটি কোনো কারনে ছেড়ে যাওয়ার পর নতুন কমিটি গঠন হয়; কিন্তুু পুরাতন কমিটির কাছে কিছু টাকা রয়ে যায় এখন যদি সেই টাকা তাদের দেওয়া হয় তাহলে ফিতনা হবে। এখন সেই টাকা কি করা যেতে পারে? অথবা অন্ন মসজিদে দেওয়া যেতে পারে কি ?

প্রশ্নকারীর নাম: অনিচ্ছুক

প্রশ্নকারীর ঠিকানা: দঃ 24পরগণা

প্রকাশিত: 26-02-2024

উত্তর

ফতওয়া নং ৩১০

    দাতারা যে মসজিদে, যে সুনির্দিষ্ট খাতে দান করেছে, তাদের দানকৃত টাকা  সেই মসজিদেরই  সেই নির্দিষ্ট খাতে ব্যয় করা আবশ্যক; কমিটির হাতে দেওয়া আবশ্যক নয়। অতএব কমিটির হাতে দিলে বাস্তবিকই যদি ফেতনা হয়, তাহলে যে কৌশল বা পথ অবলম্বন করলে ফেতনা মুক্ত ভাবে দাতাদের উদ্দেশ্য অনুযায়ী উক্ত মসজিদে খরচ করা সম্ভব হয়, সেই পথ বা কৌশল অবলম্বন করা উচিৎ। (ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ ১৩/৩৮৩ দ্রষ্টব্য )

 

                 স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
০৭ রমাযান, ১৪৪৫ হিজরী (18/03/2024)


উত্তর দেখা হয়েছে : 93