কেউ কারোর এঁটো খাওয়ার বিধান

প্রশ্ন

  শায়েখ আমার জানার বিষয় হলো কোন পুরুষ মা বোন স্ত্রী মেয়ে ছাড়া মুহরিম বা গায়ের মুহরিম মহিলাদের ঝুটা ক্ষেতে পারবে কি? অথবা কোন মহিলা বাপ ভাই স্বামী ছেলে ছাড়া কোন মুহরিম বা গায়ের মুহরিম পুরুষের ঝুটা ক্ষেতে পারবে কি ?

প্রশ্নকারীর নাম: Md Nijamuddin

প্রশ্নকারীর ঠিকানা: Dattupukur

প্রকাশিত: 28-02-2024

উত্তর

ফতওয়া নং ২৯৮

 স্বামী-স্ত্রী একে অপরের  এঁটো খাওয়া জাইয। মাহরাম নারী-পুরুষের এঁটো খাওয়াও জাইয। বেগানা নারী-পুরুষ একে অপরের এঁটো খাওয়া ফেতনার আশঙ্কার কারণে মাকরূহ। (বেহেশতী জেওর,শামী সহ দুর্রেমুখতার ৬/৪২৬ দ্রষ্টব্য)

 

 

              স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
০৪ রমাযান, ১৪৪৫ হিজরী (15/03/2024)


উত্তর দেখা হয়েছে : 174