প্রশ্ন
আত্বশুদ্ধি সম্পর্কে কোন্ কিতাব পড়লে ভালো ফল পাওয়া যাবে, বাংলা, উর্দু ও আরবী যেকোনো কিতাব হোক, দয়া করে জানাবেন
প্রশ্নকারীর নাম: Md Sabir Ali Qasmi
প্রশ্নকারীর ঠিকানা: Vill- Hariharpur, Po- Kensily, PS- Usthi, Dist- South 24 Parganas, W. B.
প্রকাশিত: 28-02-2024
উত্তর
ফতওয়া নং ২৯৯“তাম্বীহুলগাফিলীন” ফকীহ আবুল্লাইস রচিত, “কিতাবুল কাবায়ের”(কবীরাগুনাহ) ইমাম শামসুদ্দীন যাহাবী রচিত, খুতবাতে যুলফিক্বার, “হৃদয় গলানো হাদীস”মাওলানা মুনীরুদ্দীন চাঁদপুরী রচিত, “হায়াতুল মুসলিমীন”, “তা'লীমুদ্দীন”, “মাআরিফুল হাদীস” ইত্যাদি।
স্বাক্ষর
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
০৪ রমাযান, ১৪৪৫ হিজরী (15/03/2024)
উত্তর দেখা হয়েছে : 576