প্রশ্ন
নামাজে কতটা জোরে হাসি আসলে নামাজ ভেঙ্গে যাবে।
প্রশ্নকারীর নাম: অনিচ্ছুক
প্রশ্নকারীর ঠিকানা: অনিচ্ছুক
প্রকাশিত: 28-02-2024
উত্তর
ফতওয়া নং ৩০১শুধু নিজে শোনা যায়, পার্শ্ববর্তীর কানে পৌঁছে না, এতটা জোরে হাসলে শুধু নামায ভঙ্গ হবে, উযু ভঙ্গ হবে না। আর পার্শ্ববর্তীর কানে শব্দ পৌঁছে যায় এমন জোরে হাসলে উযু ও নামায উভয় ভঙ্গ হবে। (ক্বামূসুল ফিক্বহ্:৪/৫২৯)
স্বাক্ষর
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
০৪ রমাযান, ১৪৪৫ হিজরী (15/03/2024)
উত্তর দেখা হয়েছে : 131