যার বিল্ডিং আছে তার জন্য যাকাত গ্রহণ করা

প্রশ্ন

   যাকাত কাদের নেওয়া জায়েয ? কিছু মানুষ এমন আছে যাদের পাকা ২ তালা বাড়ি কিন্ত ইংকাম এর কোন উপায় নাই। এমন ব্যাক্তিকে যাকাত দেওয়া যাবে ।

প্রশ্নকারীর নাম: সাহাবুদ্দিন সরদার

প্রশ্নকারীর ঠিকানা: বসিরহাট উত্তর ২৪ পরগনা

প্রকাশিত: 29-02-2024

উত্তর

ফতওয়া নং ৩০৯

  যে ব্যক্তির প্রয়োজনীয় ঘর ছাড়া অতিরিক্ত ঘর নেই, মৌলিক প্রয়োজনীয় দ্রব্য বাদ দিয়ে নিসাব পরিমাণ অন্য মালও নেই, তার জন্য যাকাত গ্রহণ করা জাইয আছে, ২ তালা বিল্ডিং থাকলেও।( ফাতাওয়া মাহমুদিয়া ৯/৫৭৩, ৫৭৪)

 

 

 

                  স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
০৭ রমাযান, ১৪৪৫ হিজরী (18/03/2024)


উত্তর দেখা হয়েছে : 142