উশরের পরিমাণ

প্রশ্ন

 জমির ফসলের উশর এক মোনে কত কেজি করে দিতে হবে ?

প্রশ্নকারীর নাম: কামাল সেখ

প্রশ্নকারীর ঠিকানা: কালুপুর থানা ডোমকল

প্রকাশিত: 13-03-2024

উত্তর

ফতওয়া নং ৩০৮

  সারা বছর বা বছরের অধিকাংশ সময়   শ্রম বা অর্থের বিনিময়ে জমিতে সেঁচ দেয়া না হলে উৎপন্ন ফসলের দশ ভাগের এক ভাগ উশর দিতে হবে। পক্ষান্তরে সারা বছর বা বছরের অধিকাংশ সময় শ্রম বা অর্থের বিনিময়ে সেঁচ দেওয়া হলে বিশ ভাগের এক ভাগ দিতে হবে। ( ক্বামূসুল ফিক্বহ্ ৪/৩৯৭)

 

           স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
০৭ রমাযান, ১৪৪৫ হিজরী (18/03/2024)


উত্তর দেখা হয়েছে : 198