নামাজের শেষ বৈঠকে দরুদ পাঠের পর কি যে কোন দোয়া পড়া

প্রশ্ন

   নামাজের শেষ বৈঠকে দরুদ পাঠের পর কি যে কোন দোয়া পড়া যাবে ?

প্রশ্নকারীর নাম: সেখ আমির

প্রশ্নকারীর ঠিকানা: পশ্চিমবঙ্গ

প্রকাশিত: 13-03-2024

উত্তর

ফতওয়া নং ৩১৯

    কুরআন-হাদীসে বর্ণিত বা তৎসদৃশ যেকোনো দু‘আ নামাজের শেষ বৈঠকে দরুদ পাঠের পর পড়া যাবে। (ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ ২/১২৬)

 

                  স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
০৮ রমাযান, ১৪৪৫ হিজরী (19/03/2024)


উত্তর দেখা হয়েছে : 152