রোজা থাকা অবস্থায় বমি হলে

প্রশ্ন

গর্ভবতী মহিলার রোজা থাকা অবস্থায় বমি হলে রোজা হবে কিনা ?

প্রশ্নকারীর নাম: Hasanur molla

প্রশ্নকারীর ঠিকানা: Lauhati Eidgah Maidan,

প্রকাশিত: 17-03-2024

উত্তর

ফতওয়া নং ৩১২

  দুটি ক্ষেত্রে বমির কারণে রোযা নষ্ট হয়—
(১) যদি মুখ ভরে বমি হয় আর রোযা স্মরণে থাকা সত্ত্বেও বমির কিছু অংশ ইচ্ছাকৃত গিলে ফেলে। 
(২) ইচ্ছাকৃত মুখ ভরে বমি করলে। 

এই দুটি ছাড়া অন্য কোন বমির দ্বারা রোযা নষ্ট হয় না। ( আল বাহরুর্রাইক্ব ২/২৭৪, ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ ৩/২৮৯)

 

 

                  স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
০৮ রমাযান, ১৪৪৫ হিজরী (19/03/2024)


উত্তর দেখা হয়েছে : 176