প্রশ্ন
হযরত যদি কোন ব্যক্তি রমজানের রোজা রেখে রক্ত পরীক্ষা করার জন্য রক্ত দেয় তবে সেটা বৈধ কি ?
প্রশ্নকারীর নাম: সুলাইমান হালদার
প্রশ্নকারীর ঠিকানা: উস্থি দক্ষিণ ২৪ পরগনা
প্রকাশিত: 17-03-2024
উত্তর
ফতওয়া নং ৩১৪রক্ত দেওয়ার কারণে রোযা নষ্ট হয় না। অতএব রোযা অবস্থায় রক্ত দেওয়া বৈধ হবে। তবে রক্ত দেওয়ার কারণে যদি এতটা দুর্বল হয়ে পড়ার আশঙ্কা থাকে যে, রোযা রাখার ক্ষমতা থাকবেনা, তাহলে সে ক্ষেত্রে রক্ত দেওয়া মাকরূহ হবে।(আহসানুল ফাতাওয়া ৪/৪২৫)
স্বাক্ষর
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
০৮ রমাযান, ১৪৪৫ হিজরী (19/03/2024)
উত্তর দেখা হয়েছে : 193