প্রশ্ন
হযরত, রোজা অবস্থায় দুপুরে স্ত্রীকে জড়িয়ে ধরে থাকা যাবে এবং চুম্বন করা যাবে ?
প্রশ্নকারীর নাম: Md Samim
প্রশ্নকারীর ঠিকানা: Birbhum
প্রকাশিত: 19-03-2024
উত্তর
ফতওয়া নং ৩২২শুক্র পতন অথবা সঙ্গমের ব্যাপারে নিজের উপর নিয়ন্ত্রণ থাকবে না-এরূপ মনে হওয়া সত্ত্বেও রোযা অবস্থায় স্ত্রীকে চুম্বন করা ও আলিঙ্গন করা মাকরূহ। নিজের উপর নিয়ন্ত্রণের আস্থা থাকলে ক্ষতি নেই,তবে যুবকদের এহেন অবস্থা থেকে দূরে থাকাই শ্রেয়। আর রোযা অবস্থায় স্ত্রীর ঠোট মুখে নেয়া সর্বাবস্থায় মাকরূহ। (ফাতাওয়া দারুল উলুম ৬/৪০৭,৪১২,আলমগীরী ১/২০০)
স্বাক্ষর
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১৭ রমাযান, ১৪৪৫ হিজরী (27/03/2024)
উত্তর দেখা হয়েছে : 146