নাকে অক্সিজেন নিলে রোযার হুকুম

প্রশ্ন

  হযরত যদি কোন ব্যক্তি রোজা অবস্থায় শ্বাসকষ্টের জন্য insure বা এই জাতীয় কোন 
গ্যাস নেয় তবে তার রোজা নষ্ট হবে কি ?

 

প্রশ্নকারীর নাম: সালমান শেখ

প্রশ্নকারীর ঠিকানা: উস্থি দক্ষিণ ২৪ পরগনা

প্রকাশিত: 19-03-2024

উত্তর

ফতওয়া নং ৩২১

  অক্সিজেন নেওয়ার কারণে রোযা নষ্ট হবে না; কিন্তু যদি অক্সিজেনের সঙ্গে ওষুধ মিশানো থাকে, তবে এইরূপ অক্সিজেন নাকে নিলে, নাক দিয়ে ওষুধ  শরীরে  প্রবেশ করার কারণে রোযা নষ্ট হবে। ( জাদীদ ফিক্বহী মাসাইল ১/ ১২৮ )

 

                  স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১৭ রমাযান, ১৪৪৫ হিজরী (27/03/2024)


উত্তর দেখা হয়েছে : 134