কুড়িয়ে পাওয়া বস্তু মসজিদে দেওয়া

প্রশ্ন

   হযরত কোন ব্যক্তি 500 টাকা কুড়িয়ে পেয়েছে কিন্তু তার মালিক পাওয়া যাচ্ছে না এখন সেই ব্যক্তি সেই টাকা টা কি করবে শরিয়াত মোতাবেক জানাবেন ? এই টাকা কি মসজিদে দান করতে পারবে সেটাও জানাবেন ?

প্রশ্নকারীর নাম: হাফেজ নাসিরউদ্দিন বিশ্বাস

প্রশ্নকারীর ঠিকানা: ইমাম বড় গাছিয়া শেখ পাড়া জামে মসজিদ

প্রকাশিত: 19-03-2024

উত্তর

ফতওয়া নং ৩২৩

   কুড়িয়ে পাওয়া বস্তু মসজিদে নয়, বরং এ’সম্পর্কে ইসলামী বিধান হল,  মালিক অনুসন্ধান করে তাকে দিয়ে দেওয়া।  সাধ্যমত চেষ্টা সত্ত্বেও   যদি মালিক পাওয়া না যায় এবং  পাওয়ার আশাও না থাকে, তখন মালিকের পক্ষ থেকে  কোনো গরীবকে সদকা করে দেওয়া।

(ফাতাওয়া মাহমুদিয়া ১৫/১২৯,ফাতাওয়া দারুল উলুম ১২/২৬৬,ফাতাওয়া ক্বাসিমিয়্যাহ্ ১৭/১৮২)

 

              স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১৭ রমাযান, ১৪৪৫ হিজরী (27/03/2024)


উত্তর দেখা হয়েছে : 947