গর্ভবতী নারীর রমাযানের রোযা না রাখার সুযোগ

প্রশ্ন

   আমার ওয়াইফ পেগনেন্ট আছে রোজা করতে অসুবিধা হয় যদি রোজা না করে তাহলে কি গুনাহ হবে না পরে কাজা করে দিতে হবে ?

প্রশ্নকারীর নাম: Hasanur molla

প্রশ্নকারীর ঠিকানা: Lauhati Eidgah Maidan,

প্রকাশিত: 21-03-2024

উত্তর

ফতওয়া নং ৩২৫

  বাচ্চার বা নিজের ক্ষতির আশঙ্কার কারণে যদি এখন না রেখে পরে কাযা আদায় করে দেয়, তাহলে গুনাহ হবে না। ( ফাতাওয়া ক্বাসিমিয়্যাহ্ ১১/৫৪৪)

 

                স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১৭ রমাযান, ১৪৪৫ হিজরী (27/03/2024)


উত্তর দেখা হয়েছে : 130