প্রশ্ন
মুফতি সাহেব হুজুর! আপনার কাছে আমার জানার বিষয় হল ফজরের সুন্নাত পড়তে গেলে ফজরের জামাত ছেড়ে যাবে, এখন কি করতে হবে ? জামাত ধরতে হবে না সুন্নাত পড়তে হবে ? মুফতি সাহেব হুজুর আপনার কাছে আমার অনুরোধ, দয়া করে বিষয়টির কারণসহ জানাবেন।
প্রশ্নকারীর নাম: মোঃ তৈয়েবুর রহমান
প্রশ্নকারীর ঠিকানা: ঝুপখালি
প্রকাশিত: 21-03-2024
উত্তর
ফতওয়া নং ৩২৬ ফজরের সুন্নত অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদীস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
তোমরা ফজরের সুন্নত ছেড়ে দিও না। যদিও সৈন্যবাহিনী তোমাদেরকে তাড়া দেয়। (মুসনাদে আহমদ,হাদীস ৯২৫৩)
আবদুল্লাহ ইবনে মাসউদ, আবদুল্লাহ ইবনে আব্বাস ও আবু দারদা রা.-এর মতো বিশিষ্ট সাহাবীদের থেকে বর্ণিত আছে যে, তারা ফজরের জামাত শুরু হয়ে গেলেও সুন্নত পড়ে নিতেন। যেমন আবু দারদা রা. ফজরের সময় মসজিদে প্রবেশ করে লোকজনকে ফজরের জামাতে কাতারবদ্ধ পেলে মসজিদের এক কোণে (ফজরের) সুন্নত পড়তেন। অতপর মানুষের সাথে জামাতে শরিক হতেন। (শরহু মাআনিল আছার, তহাবী ১/২৫৬)
সুতরাং ফজরের জামাত শুরু হয়ে গেলেও সুন্নত পড়ে যদি জামাতের সাথে দ্বিতীয় রাকাতও পাওয়া যায় তাহলে সুন্নত পড়ে নিবে। আর দ্বিতীয় রাকাত পাওয়ার সম্ভাবনা না থাকলে সুন্নত পড়বে না; বরং জামাতে শরিক হয়ে যাবে এবং সূর্যোদয়ের পর যাওয়ালের আগে তা পড়ে নিবে।
প্রকাশ থাকে যে, কোনো কোনো ফকীহ সুন্নত পড়ার পর ইমামকে তাশাহহুদে পাওয়ার নিশ্চয়তা থাকলেও সুন্নত পড়ার কথা বলেছেন। কিন্তু অধিকাংশ ফকীহর মত তা-ই, যা উপরে বলা হয়েছে।(মাসাইলে নামায কা ইনসাইক্লোপেডিয়া ৩/১৬৮)
স্বাক্ষর
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১৭ রমাযান, ১৪৪৫ হিজরী (27/03/2024)
উত্তর দেখা হয়েছে : 230