পালাক্রমে দশ দিন ইতেকাফ করা

প্রশ্ন

   জনাব মুফতি সাহেব হুজুর রমজানের এতেকাফে একজন ব্যাক্তিকে একটানা দশ দিন থাকতে হবে ? না এক একদিন এক একজন থাকলেও চলবে দয়া করে জানাবেন

প্রশ্নকারীর নাম: মোঃ তৈয়েবুর রহমান

প্রশ্নকারীর ঠিকানা: ঝুপখালি

প্রকাশিত: 23-03-2024

উত্তর

ফতওয়া নং ৩২৯

   ই'তিকাফে মাসনূন আদায় হওয়ার জন্য এক-ই ব্যক্তি রমাজান শরীফের শেষের ১০ দিন ই'তিকাফ করতে হয়। সুতরাং প্রশ্নে বর্ণিত পদ্ধতিতে ই'তিকাফ আদায় হবে না। বরং সকলের জিম্মায় সুন্নাতে মুআক্কাদায়ে-কিফায়া  থেকে যাবে।(ফাতাওয়া মাহমুদিয়া ১০/২৬৮)

 

         স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১৭ রমাযান, ১৪৪৫ হিজরী (27/03/2024)


উত্তর দেখা হয়েছে : 168