শাফিঈ ইমামের পিছনে হানাফী মুক্তাদির বিতরের নামায আদায় করা

প্রশ্ন

  শাফেয়ী ইমাম এর পিছনে বিতর পড়বো? নাকি একাকী বিতর পড়বো? কারণ তারা দুই রাকাতে সালাম ফিরিয়ে আবার আলাদা করে এক রাকাত পড়ে

 

প্রশ্নকারীর নাম: Md Ahmadullah

প্রশ্নকারীর ঠিকানা: গ্রাম- মোল্লাসিমলা, থানা- সিঙ্গুর, জেলা- হুগলি

প্রকাশিত: 23-03-2024

উত্তর

ফতওয়া নং ৩৩৩

   দুই  সালামে বিতরের নামায হানাফী মাযহাব অনুযায়ী  শুদ্ধ হয় না। অতএব অনুরূপ ভাবে নামায আদায়কারী ইমামের  পিছনে হানাফী ব্যক্তি নামায পড়বেনা। প্রয়োজনে একাকী পড়বে। (আল বাহরুর্রাইক ২/৪২)

 

 

                       স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৬ রমাযান, ১৪৪৫ হিজরী (05/04/2024)


উত্তর দেখা হয়েছে : 150