প্রশ্ন
কেরালায় শাফেয়ী ঈমানের পিছনে সূরা তারাবিহ পড়ি, তারা শুধু তাশাহুদ পড়ে বা সক্ষেপে দরুদ পড়ে সালাম ফিরিয়ে দেয়, আমারা দরুদ দুআ পড়ার সুযোগ পাইনা, এক্ষেত্রে সক্ষেপে কোনো দরুদ দুআ আছে কি ?
প্রশ্নকারীর নাম: Md Ahmadullah
প্রশ্নকারীর ঠিকানা: গ্রাম- মোল্লাসিমলা, থানা- সিঙ্গুর, জেলা- হুগলি
প্রকাশিত: 23-03-2024
উত্তর
ফতওয়া নং ৩৩৪তারাবীহ সহ সব নামাযের শেষ বৈঠকে দরূদ শরীফ ও দুআ পড়া সুন্নাত। এবং সর্বোত্তম দরূদ শরীফ দরূদে ইব্রাহীমী। তাই নামাযে এটাই পড়া হয়ে থাকে। অবশ্য কুরআন-হাদীসে বর্ণিত অন্য যেকোন দুআ-দরূদ পড়ার অবকাশ আছে। বিশেষ করে যদি পড়ার সুযোগ না হয়, তবে সে ক্ষেত্রে অন্ততঃ اَللّٰهُمَّ صَلِّ عَلَى مُحَمَّد পর্যন্ত পড়ে ربنا أتنا فى الدنيا حسنة وفى الأخرة حسنة وقنا عذاب النار বা رب زدني علما ۔ প্রভৃতি কোনো সংক্ষিপ্ত দুআ পড়ে নেওয়া উচিত। এগুলোও দুআ-দরূদ হিসেবে যথেষ্ট হবে। নামাযের মধ্যে দরূদ না পড়া বড় বঞ্চনার পরিচয়। যে নামাযে দরূদ শরীফ পড়া হয়নি সে নামায দোহরানো মুস্তাহাব। শাফিঈ মাযহাবে তো দরূদ না পড়লে নামায শুদ্ধই হবে না।
স্বাক্ষর
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৬ রমাযান, ১৪৪৫ হিজরী (05/04/2024)
উত্তর দেখা হয়েছে : 107