ইফতারীর জন্য তোলা অবশিষ্ট পয়সা অন্য কাজে খরচ করা

প্রশ্ন

  মসজিদের মহল্লা থেকে ইফতারির জন্য পরিবার পিছু একটা টাকা ধার্য করা হয়,,আর মসজিদ কমিটি সেই পয়সা দিয়ে ইফতারির ব্যাবস্থা করে থাকেন,,রমজান শেষে দেখা যায় কিছু টাকা উদ্বৃত্ত হয়,সেই টাকা দিয়ে মসজিদের কাজ করা যাবে কি?যেমন ইমামের মাহিনা,মসজিদ মেরামত,ইত্যাদি ?

প্রশ্নকারীর নাম: আতিয়ার রহমান

প্রশ্নকারীর ঠিকানা: বাগনান,ওলানপাড়া

প্রকাশিত: 24-03-2024

উত্তর

ফতওয়া নং ৩৩৫

  ইফতারির উদ্দেশ্যে যে পয়সা মানুষের কাছ থেকে নেওয়া হয়েছে, তা কেবল ইফতারিতেই খরচ করা কর্তব্য। অন্য কোনো জায়গায় লাগাতে চাইলে সংশ্লিষ্ট দাতাদের  প্রত্যক্ষ বা পরোক্ষ অনুমতি প্রয়োজন।  (ফাতাওয়া রহীমিয়া ৭/২৪৪)

 

 

               স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৬ রমাযান, ১৪৪৫ হিজরী (05/04/2024)


উত্তর দেখা হয়েছে : 131