নামাযের শেষ বৈঠকে ভিন্ন দুআ পাঠ করা

প্রশ্ন

  নামাজের  মধ্যে শেষ বৈঠকে আত্তাহিয়াতু ও দরুদ শরীফ পাঠ করার পরে আমরা যে দোয়া মাছুরা পাঠ করি সেই দোয়ার পরিবর্তে এই দোয়া পাঠ করলে নামাজ হবে কি? اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَفِتْنَةِ الْمَمَاتِ، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْمَأْثَمِ وَالْمَغْرَمِ

 

 

             

প্রশ্নকারীর নাম: মুয়ার্রিফ বিল্লাহ লস্কর

প্রশ্নকারীর ঠিকানা: জয়নগর, দক্ষিণ 24 পরগনা

প্রকাশিত: 25-03-2024

উত্তর

ফতওয়া নং ৩৩৬

 নামাযের শেষ বৈঠকে দরূদ শরীফের পর কুরআন-হাদীসে বর্ণিত যে কোনো দুআ পড়া চলে। তবে ইমামের জন্য উচিত হল বড় দুআ পড়ে নামাযকে দীর্ঘায়িত না করা। প্রশ্নোক্ত দুআটি নির্দ্বিধায় বলা যাবে। এতে নামাযের কোনো ক্ষতি হবে না।(আপকে মাসাইল ···৩/৪৮০)

 

              স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৬ রমাযান, ১৪৪৫ হিজরী (05/04/2024)


উত্তর দেখা হয়েছে : 159