প্রশ্ন
তারাবি নামাজের প্রতি দুরাকাতের পরে দোয়া সানা পাঠ করতে হবে কি ? নাকি প্রথমে পড়লে আর পুরো 20 রাকাত পাঠ করতে হবেনা ?
প্রশ্নকারীর নাম: মুয়ার্রিফ বিল্লাহ লস্কর
প্রশ্নকারীর ঠিকানা: জয়নগর, দক্ষিণ 24 পরগনা
প্রকাশিত: 25-03-2024
উত্তর
ফতওয়া নং ৩৩৮প্রতি তাকবীরে তাহরীমার পর সানা পড়া সুন্নাত। একবার পড়া যথেষ্ট নয়। তবে ইমাম কেরাত পড়া আরম্ভ করলে আর সানা পড়বে না। (কিতাবুল ফাতাওয়া ২/৩৯০, কিফায়াতুল মুফতী ৩/৪১০)
স্বাক্ষর
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৬ রমাযান, ১৪৪৫ হিজরী (05/04/2024)
উত্তর দেখা হয়েছে : 187