প্রশ্ন
হজরত, রোজা অবস্থায় টুথপেস্ট ব্যবহার করা যাবে ?
প্রশ্নকারীর নাম: Ashik Ikbal Ahammed
প্রশ্নকারীর ঠিকানা: Dhaltikuri, Birbhum
প্রকাশিত: 26-03-2024
উত্তর
ফতওয়া নং ৩৩০রোযা অবস্থায় টুথপেস্ট মুখে নেওয়া মাকরূহ। আর যদি গলার মধ্যে চলে যায়, তাহলে রোযা নষ্ট হয়ে যাবে। (ফাতাওয়া হাক্কানিয়া ৪/১৬৮)
স্বাক্ষর
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১৭ রমাযান, ১৪৪৫ হিজরী (27/03/2024)
উত্তর দেখা হয়েছে : 217