প্রশ্ন
মুখ ঢেকে নামাজ পড়া যাবে কি ?
প্রশ্নকারীর নাম: আল আমিন গাজী
প্রশ্নকারীর ঠিকানা: গ্রাম চাঁদ পাশা পোস্ট পুরন্দরপুর থানা রায়দিঘি, জেলা দক্ষিন 24 পরগনা
প্রকাশিত: 26-03-2024
উত্তর
ফতওয়া নং ৩৩১কাপড় ইত্যাদি দ্বারা নাক-মুখ ঢেকে নামায পড়া মাকরূহে তাহরীমী। কারণ, অগ্নিপূজারীরা এভাবে আগুন পূজা করে থাকে। (নামায কে মাসাইল কা ইনসাইক্লোপেডিয়া ৪/১৫৭)
স্বাক্ষর
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১৭ রমাযান, ১৪৪৫ হিজরী (27/03/2024)
উত্তর দেখা হয়েছে : 229