হজ্জের জন্য টিকিট কাটতে দেওয়া টাকার যাকাত দিতে হবে কিনা

প্রশ্ন

   আমার প্রশ্ন হল, রাশিদ হজে যাবার জন্য পাঁচ লাখ টাকা রেখেছিল এবং এর মধ্যে থেকে দুই লাখ টাকা জমা দিয়েছে হজ সেন্টারে তাহলে রাশিদের এই পুরো টাকার উপর যাকাত ফরয হবে কিনা আর যদি হয় তাহলে কিভাবে হবে একটু বিস্তারিত জানাবেন

প্রশ্নকারীর নাম: ইয়াকুব আলী কয়াল

প্রশ্নকারীর ঠিকানা: গ্রাম মাগুরা মোল্লা পাড়া ,থানা মহেশতলা , জেলা দক্ষিণ 24পরগনা

প্রকাশিত: 26-03-2024

উত্তর

ফতওয়া নং ৩৩২

   বছর পরিপূর্ণ হওয়ার আগে যে টাকা টিকিটের জন্য দিয়ে দিয়েছে এবং তা দ্বারা টিকিট কিনে নিয়েছে, সে টাকার যাকাত দিতে হবে না। (ফাতাওয়া মাহমুদিয়া (৯/৩৩৭)

 

 

                   স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৬ রমাযান, ১৪৪৫ হিজরী (05/04/2024)


উত্তর দেখা হয়েছে : 119