উশরী জমি ও তার ফসলের উশরের পরিমাণ

প্রশ্ন

    শায়েখ! ফসলের যাকাত কতটা পরিমান হলে 10% আর 5% যাকাত হয় ? আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক

প্রশ্নকারীর নাম: সফিকুল ইসলাম

প্রশ্নকারীর ঠিকানা: মধ্যমগ্রাম পাটুলি বিশ্বাস পাড়া

প্রকাশিত: 29-03-2024

উত্তর

ফতওয়া নং ৩৪০

  উশরী জমি হলে  বৃষ্টির পানি দ্বারা উৎপাদিত ফসলের উশর এক দশমাংশ (১০%), এবং সেঁচের পানি দ্বারা উৎপাদিত হলে বিশ ভাগের এক ভাগ (৫%) আদায় করতে হবে।

যে সমস্ত জমি বর্তমানে মুসলমানদের মালিকানায় আছে এবং যুগ যুগ ধরে ক্রমাগতভাবে মুসলমানদের মালিকানায় ছিল। মাঝে কোনো অমুসলিমের হস্তগত হয়েছে বলে নিশ্চিতভাবে জানা না যায়, এসব জমি ওশরী হিসেবে গণ্য। আর যে জমিগুলো অমুসলিমদের মালিকানায় আছে বা তাদের মালিকানা থেকে মুসলমানদের মালিকানাধীন হয়েছে তা খারাজী জমি হিসেবে গণ্য হবে।(জাদীদ ফিক্বহী মাবাহিস ৮/১৫২,৯/১৭৩)

 

              স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৮ শে রমাযান, ১৪৪৫ হিজরী (07/04/2024)


উত্তর দেখা হয়েছে : 158