ইফতারের পূর্বে দুআ করা

প্রশ্ন

  হযরত ইফতারির আগে দোয়া করা যাবে কি? আর যদি না করা যায় তাহলে সেটা কেন ?

প্রশ্নকারীর নাম: SK MARUF HUSAIN

প্রশ্নকারীর ঠিকানা: Uluberia Howrah

প্রকাশিত: 29-03-2024

উত্তর

ফতওয়া নং ৩৪১

   ইফতারের আগে দুআ করলে সে দুআ রদ করা হয় না, এ কথা হাদীস দ্বারা প্রমাণিত। অতএব, কেউ জরূরী মনে না করে ব্যক্তিগত ভাবে দুআ করলে তা না জাইয হওয়ার কোনো কারণ নেই। তবে সমষ্টিগত ভাবে দু’আ করা প্রমাণিত নয়। 

আবদুল্লাহ বিন আমর ইবনুল আস (রাঃ) থেকে বর্ণিত:
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ইফতারের সময় রোযাদারের অবশ্যই একটি দুআ আছে, যা রদ হয় না (কবুল হয়)।(ইবনে মাজাহ্, হাদীস নং১৭৫৩)

 

 

               স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৮ শে রমাযান, ১৪৪৫ হিজরী (07/04/2024)


উত্তর দেখা হয়েছে : 144