প্রশ্ন
হুজুর একটি ফিৎরা কেটে কয়েক জনকে দেওয়া যাবে কি ?
প্রশ্নকারীর নাম: সালমান লস্কর
প্রশ্নকারীর ঠিকানা: দঃ 24 পরগণা
প্রকাশিত: 30-03-2024
উত্তর
ফতওয়া নং ৩৪৩একটি ফিতরা একাধিক ফকীরকে দেওয়া অধিকাংশ আলেমের মত অনুযায়ী জাইয হলেও কেবল একজন ফকীরকে দেওয়া সর্বস্বীকৃত ও উত্তম। ( কিতাবুল ফাতাওয়া ৩/৩৬৯)
স্বাক্ষর
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৮ শে রমাযান, ১৪৪৫ হিজরী (07/04/2024)
উত্তর দেখা হয়েছে : 293