মাহিদ নাম রাখা

প্রশ্ন

  মাহিদ নাম রাখা ও আগে পরে মোহাম্মদ/আহাম্মেদ লাগানো যাবে কী ?

প্রশ্নকারীর নাম: আশরাফুল হক

প্রশ্নকারীর ঠিকানা: Salar, Murshidabad

প্রকাশিত: 31-03-2024

উত্তর

ফতওয়া নং ৩৫৯

  প্রশ্নোক্ত নাম রাখার অবকাশ আছে। মাহিদ (ماهد)  এর অর্থ সমতলকারী। তবে এর চেয়েও উত্তম অর্থ বিশিষ্ট নাম নির্বাচন করলে বেশি ভালো হয়।

 

              স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১৫ শে শাওয়াল, ১৪৪৫ হিজরী (25/04/2024)


উত্তর দেখা হয়েছে : 123