প্রশ্ন
সম্মানীয় শায়খ, আজকাল দেখছি বেশিরভাগ মানুষ নফল নামাজ বসে পড়ে আমার প্রশ্ন এখানে হে হুজুর নামাজের মধ্যে একটি ফরজ কেয়াম করা কিয়াম তো সেটা হচ্ছে না তারপর রুকু করা পুরো পিঠ এবং কোমর সোজা থাকবে বসে নামাজ পড়ে সেগুলো হয় না তাহলে এটাও ছেড়ে যাচ্ছে আবার বসে নামাজ পড়লে হাফ সওয়াব দাঁড়িয়ে নামাজ পড়লে ফুল সওয়াব এ বিষয়ে যদি একটু বুঝিয়ে বলেন আলহামদুলিল্লাহ উপকৃত হতাম।
প্রশ্নকারীর নাম: আল আমিন গাজী,
প্রশ্নকারীর ঠিকানা: গ্রাম চাঁদ পাশা পোস্ট পুরন্দরপুর থানা রায়দিঘি, জেলা দক্ষিন 24 পরগনা
প্রকাশিত: 01-04-2024
উত্তর
ফতওয়া নং ৩৪৬ফরয-ওয়াজিব নামাযে কেয়াম ফরয। ফজরের সুন্নাত নামাযেও কেয়াম গুরুত্বপূর্ণ। নফল নামাযে কেয়াম ফরয নয়। এই কারণে নফল নামায বসে পড়লে সাওয়াব অর্ধেক হলেও নামায শুদ্ধ হয়ে যায়। ( হাশিয়াতুত তহতবী আলা মারাকিল ফালাহ্ ২২৪)
স্বাক্ষর
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৮ শে রমাযান, ১৪৪৫ হিজরী (07/04/2024)
উত্তর দেখা হয়েছে : 243