রোযা অবস্থায় চোখে ড্রপ দেওয়া

প্রশ্ন

মুফতি সাহেব আমি জানতে চাই যে রোজা রাখা অবস্থায় যদি কেউ চোখের ড্রপ দেয় তাহলে কি রোজা নষ্ট হয়ে যায় 

প্রশ্নকারীর নাম: MD ILIAS SK

প্রশ্নকারীর ঠিকানা: Berhampore, Murshidabad

প্রকাশিত: 03-04-2024

উত্তর

ফতওয়া নং ৩৪৮

    রোযা অবস্থায় চোখে ড্রপ ব্যবহার করতে কোন অসুবিধা নেই; এর কারণে রোযা নষ্ট হয় না। (আহসানুল ফাতাওয়া ৪/৪৩৯)

 

 

 

                   স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৮ শে রমাযান, ১৪৪৫ হিজরী (07/04/2024)


উত্তর দেখা হয়েছে : 227