কবরস্থানে জানাযা নামাযের জায়গা তৈরী করা

প্রশ্ন

  আমাদের কবরস্থান এর ভিতরে কিছুটা জায়গাই জানাজা পড়ার ব্যবস্থা করতে চাইছে ঐ জায়গায় কবর হয়েছে নাকি ঠিক বলতে পারছে না কবরের কোন আলামত নেই তাহলে কি জানাজা পরা যাবে ?

 

প্রশ্নকারীর নাম: MD FIROJ

প্রশ্নকারীর ঠিকানা: Ramgopalpur. Galsi. Purba bardhaman

প্রকাশিত: 10-04-2024

উত্তর

ফতওয়া নং ৩৫৩

   সামনে নিকটে যদি কবর দৃষ্টি গোচর না হয়, তাহলে কবরস্থানে জানাযার নামায পড়া জাইয হলেও যে জায়গা দাফনের উদ্দেশ্যে ওয়াকফকৃত তার কোনো অংশ  নামাযের জন্য এমনভাবে নির্দিষ্ট করে নেওয়া যে, সেখানে দাফনের কাজ ব্যাহত হয়,  জাইয নেই। (ফাতাওয়া ক্বাসিমিয়্যাহ্ ৯/৬৭২ পৃষ্ঠা দ্রষ্টব্য)

 

 

             স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১৫ শে শাওয়াল, ১৪৪৫ হিজরী (25/04/2024)


উত্তর দেখা হয়েছে : 176