আযান-ইকামতে ভুল হলে নামাযে তার প্রভাব

প্রশ্ন

 কাহারো আজান ও একামত অশুদ্ধ হলে কোনো অসুবিধা আছে ? দয়া করে জানাবেন

প্রশ্নকারীর নাম: আব্দুল্লাহ

প্রশ্নকারীর ঠিকানা: ২৪ পরগনা

প্রকাশিত: 12-04-2024

উত্তর

ফতওয়া নং ৩৫৪

  আযান-ইকামতে ভুলের কারণে নামাযের  কোন ক্ষতি  না হলেও একটি সুন্নত আমল আদায় করার ক্ষেত্রে অযত্নশীল হওয়া উচিৎ নয়। অর্থের পরিবর্তন ঘটে এমন পর্যায়ের ভুল হলে আযান-ইকামত শুদ্ধ হবে না। এর দ্বারা আযানের সুন্নাতও আদায় হবে না।(শামী ১/৩৯৭)

 

 

                স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১৫ শে শাওয়াল, ১৪৪৫ হিজরী (25/04/2024)


উত্তর দেখা হয়েছে : 247