ফজরের ফরযের পর সুন্নাত পড়া

প্রশ্ন

   মাননীয় মূফতী সাহেব আমার জানার বিষয় হলো ফজরের ফরজ নামাজের পর ফজরের সুন্নত নামায পড়া যাবে কি ?

প্রশ্নকারীর নাম: আতিয়ার রহমান

প্রশ্নকারীর ঠিকানা: বর্ধমান

প্রকাশিত: 15-04-2024

উত্তর

ফতওয়া নং ৩৫৬

   ফজরের ফরয নামাযের পর ইশরাকের সময় হওয়ার আগ পর্যন্ত ফজরের সুন্নাত নামায পড়া যাবে না। ইশরাকের সময় হওয়ার পর যাওয়ালের আগ পর্যন্ত সময়ের মধ্যে ইমাম মুহাম্মদ (রঃ) এর মত অনুযায়ী পড়ার অনুমতি আছে । তবে জরূরী নয়। (মাসাইলে নামায কা ইনসাইক্লোপেডিয়া ৩/১৭৬)

 

             স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১৫ শে শাওয়াল, ১৪৪৫ হিজরী (25/04/2024)


উত্তর দেখা হয়েছে : 312