প্রশ্ন
জনাব,যে মানুষ অপরের জায়গা বন্ধক রেখে চাষ করেছে,, আর সেই চাষের ধান যদি মসজিদে দান করে,এমন ধান বিক্রি করে মসজিদের কাজে লাগানো যাবে কি??অনুগ্রহ করে হাদিসের আলোকে জানাবেন।
প্রশ্নকারীর নাম: আতিয়ার রহমান
প্রশ্নকারীর ঠিকানা: ওলানপাড়া,বাগনান,হাওড়া
প্রকাশিত: 18-04-2024
উত্তর
ফতওয়া নং ৩৫৭বন্ধকি জমি থেকে বন্ধকগ্রহীতার জন্য কোনো প্রকার উপকৃত হওয়া নাজায়েয, যদিও বন্ধকদাতা এর অনুমতি দিয়ে দেয়। কারণ বন্ধকি জমি থেকে বন্ধকগ্রহীতার কোনো প্রকার ফায়দা উপভোগ করা সুদের অন্তর্ভুক্ত, যা হারাম। তাই প্রশ্নে বর্ণিত ব্যক্তির জন্য ওই জমির উৎপন্ন ফসল হালাল না হওয়ায় তা মসজিদে দান করা ও মসজিদে লাগানো জাইয হবে না। ( শামী ৫/১৬৬,আযীযুল ফাতাওয়া ৬৩২)
স্বাক্ষর
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১৫ শে শাওয়াল, ১৪৪৫ হিজরী (25/04/2024)
উত্তর দেখা হয়েছে : 214