মাহরাম বা স্বামী ছাড়া মহিলার উমরার জন্য সফর করা

প্রশ্ন

   কোনো মহিলা স্বামী কিম্বা মাহরম ব্যক্তি ছাড়া ওমরাহ যেতে পারবে কি ? দলিল সহ জানাবেন ।

প্রশ্নকারীর নাম: ALINUR RAHMAN

প্রশ্নকারীর ঠিকানা: Bhangar

প্রকাশিত: 20-04-2024

উত্তর

ফতওয়া নং ৩৬৪

  স্বামী কিম্বা মাহরম ব্যক্তি ছাড়া কোনো মহিলার দূরে সফরে কিংবা বিদেশে গমন করা নিষিদ্ধ। উমরার সফরের ক্ষেত্রেও একই কথা। নারীর সার্বিক নিরাপত্তা বিধান ও ফেৎনা থেকে প্রতিরক্ষার জন্যই ইসলামের এই নীতি। (মাসাইলে হজ্জ ৯৭) 
 রাসূলুল্লাহ (সল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ কোন মহিলা যেন  সাথে তার পিতা, ভাই, ছেলে, স্বামী অথবা কোন মাহরাম পুরুষ ব্যতীত তিন দিন বা তার অধিক দূরত্বের পথ সফর না করে।  (সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ২৮৯৮) 
রাসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আরও বলেন, মেয়েরা মাহরাম ব্যতীত অন্য কারো সাথে সফর করবে না এবং মাহরাম কাছে নেই এমতাবস্থায় কোন পুরুষ কোন মহিলার নিকট গমন করতে পারবে না। এ সময় এক ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল! আমি অমুক অমুক সেনাদলের সাথে জিহাদ করার জন্য যেতে চাচ্ছি। কিন্তু আমার স্ত্রী হজ্জ করতে যেতে চাচ্ছে। রাসূল (ছাঃ) বললেন, তুমি তার সাথেই যাও (বুখারী হাদীস নং ১৮৬২; মুসলিম হাদীস নং১৩৪১)।

 

 

                     স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৩ শে শাওয়াল, ১৪৪৫ হিজরী (03/05/2024)


উত্তর দেখা হয়েছে : 214