দাড়িবিহীন ব্যক্তিকে সালাম দেওয়া এবং আজান ও একামত দেওয়া

প্রশ্ন

   দাড়িবিহীন ব্যক্তিকে সালাম দেয়া যাবে আজান একামত দিতে পারে ? 

প্রশ্নকারীর নাম: Hafiz mursalin sk

প্রশ্নকারীর ঠিকানা: কান্দি গোকর্নো ,মুর্শিদাবাদ

প্রকাশিত: 23-04-2024

উত্তর

ফতওয়া নং ৩৬৫

   দাড়ি মুন্ডন করা বা এক মুষ্টির কম করা হারাম। দাড়ি মুন্ডনকারী বা এক মুষ্টির কম কর্তনকারী ব্যাক্তি শরীয়াতের দৃষ্টিতে শুধু ফাসিকই নয়; বরং সার্বক্ষণিক গুনাহে লিপ্ত এবং প্রকাশ্য ফাসিক। আর প্রকাশ্য ফাসিক ব্যক্তি শরীয়তের বিধানকে সম্মান দেখায় না। তাই সে নিজেও সম্মান পাবার যোগ্য নয়। এ কারণে এমন ব্যক্তিকে  আগে সালাম  দেয়া মাকরূহ।
 তবে যদি সালাম দেবার দ্বারা দ্বীনী কোন ফায়দা হয়, যেমন লোকটি তার পাপকর্ম ছেড়ে দেবার সম্ভাবনা সৃষ্টি হয়, বা তাকে দাওয়াত দেয়া সহজ হয়, তাহলে সালাম দেয়া যাবে।
 ফাসিকের আযান-ইকামতও মাকরূহ তাহরীমী। (আহসানু ফাতাওয়া ২/২৮৭, ফাতাওয়া মাহমুদিয়া ১৮/১২৩-১২৪ পৃষ্ঠা দ্রষ্টব্য)

 

               স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৩ শে শাওয়াল, ১৪৪৫ হিজরী (03/05/2024)


উত্তর দেখা হয়েছে : 296